দীর্ঘ ২৫ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন ধুনটের ৪ কৃতী সন্তান। বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকিজ মাহমুদ ও শান্ত রেজা সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক পদে টিএম জান্নাতুল নাইম এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আবদুর রহমান মনোনীত হয়েছেন।
আকিজ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে। শান্ত রেজা সাব্বিরও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ধুনট উপজেলার চৌকিবাড়ী ভুবনগাঁতী গ্রামে। সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাইম ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা। সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন এই তরুণ নেতৃত্ব এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
স্টাফ রিপোর্টার 






















