বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমার আগামী ৫ই আগস্ট দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ ঘোষণা করেছে। ধুনটের সমাবেশ সফল করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ধুনট বাজারের বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়ার জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এবং ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালানয় প্রস্তুতি সভায় আরো উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাহিদ মাহমুদ সুমন, বিএনপির নেতা মোশারফ হোসনে, কবির হোসেন, আইয়ুব আলী, রেজাউল করিম দুলাল, নজরুল ইসলাম, ওসমান গণি, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মহসিন আলী, আব্দুর রাজ্জাক, বদিউজ্জামান তালুকদার মিল্টন, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম, রেজা, জুড়ান, মহিলা নেত্রী শারমিন সুলতান দিপ্তী, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুল আলী, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, শ্রমিকদল নেতা বনি আমিন, দুলাল শেখ, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা, ছাত্রদল নেতা আশিকুল কবির স্বরণ, বিপ্লব হাসান, শাকিল হোসেন, তাঁতী দল নেতা আমিনুল ইসলাম পাঠান, আব্দুল আলিম,সহ ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।