বগুড়ার ধুনটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGS) স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগসহ সকল বিভাগ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে এই ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
স্বাগত বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল হোসেন।
ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নান্দিয়ারপাড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ,ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, শিক্ষার্থী টিএম নাসের আল মানসুর ও ফাহমিদা জান্নাত।