বগুড়ার ধুনটে আদিবাসি কমিউনিটির দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গবাদিপশুগরুসহ অর্থনৈতিক ও সামাজিক সহায়তা বিতরণ করা হয়েছে। সুমিথ ফাউন্ডেশন এবং ওইয়ার আন্ড ডাই ওয়েন্ট, জার্মানীর অর্থায়নে ও পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর বাস্তবায়নে ধুনট ইউনিয়নের কুটিবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের ৬৮টি আদিবাসি পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
রোবিবার দুপুর ১২টায় ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের মাঠপাড়া কার্যালয় চত্বরে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর গভর্নিং বোডের কোষাধ্যক্ষ এ্যাড. শাহজাহান আলী।
সমন্বিত উন্নয়ন প্রকল্পের জেলা মাঠ সমন্বয়কারি আব্দুল খালেক ও সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা ময়নুল হাসান মুকুল, মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন ও সমন্বিত উন্নয়ন প্রকল্পের ধুনট উপজেলা সমন্বয়কারি দিলীপ কুমার।
উল্লেখ্য.সহায়তার মধ্যে ছিলো ২টি গরু, ১৮টি ছাগল, ২টি ভেড়া, ২১ জনকে খাদ্র সামগ্রী, ১৭জনকে চারা গাছ,১টি টিউবয়েল, ২জনকে ঘর মেরামত ঢেউটিন, ১জনকে চিকিৎসা, ২জনকে বাসবেত কাজের, ২জনকে ক্ষুদ্র ব্যবসায়ীক পণ্য সহায়তা সহ মোট ৩লাখ ১৩হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়।