১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ধুনটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ জন সুফলভোগী পরিবারের মাঝে বাড়ন্ত বকনা বাছুর, ১০০ কেজি দানাদার গো-খাদ্য, ভিটামিন ওষুধ এবং একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে বাছুর বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সরলা রানী, আদিবাসী নেতা কার্তিক কুমার এবং স্বপন কর্ণি দাস।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক হোসনা আফরোজা ধুনট উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। দুপুর ২টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ‘সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে শিক্ষা উপকরণ ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনটে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বাড়ন্ত বকনা বাছুর বিতরণ

০৫:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ জন সুফলভোগী পরিবারের মাঝে বাড়ন্ত বকনা বাছুর, ১০০ কেজি দানাদার গো-খাদ্য, ভিটামিন ওষুধ এবং একটি করে সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে বাছুর বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সরলা রানী, আদিবাসী নেতা কার্তিক কুমার এবং স্বপন কর্ণি দাস।

উল্লেখ্য, এর আগে জেলা প্রশাসক হোসনা আফরোজা ধুনট উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। দুপুর ২টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি ‘সমৃদ্ধ জনপদ ধ্রুপদি ধুনট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে শিক্ষা উপকরণ ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন।