বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে রাতের অন্ধকারে খননযন্ত্র দিয়ে অভৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ভান্ডারবাড়ি গ্রামবাসী ও সতেচনস জনসাধারণের আয়োাজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান বাঁধ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির নেতা রেজাউল করিম রুবেল, ইসমাইল হোসেন মিলন, সমাজসেবক আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু, ইউপি সদস্য সাইদুল ইসলাম, নুরুল ইসলাম, যুবদল নেতা শহিদ জাহান সুমন, আপেল মাহমুদ, জিয়াউল হক সনি ও স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন শ্যামল।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যগণ বলেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুসহ আওয়ামী লীগ ও বিএনপির কিছু সুবিধাভোগী নেতাকর্মী শহড়াবাড়ি, শিমুলবাড়ি, বানিয়াজান, রাধানগর, বথুয়ারভিটা ও কৈয়াগাড়িসহ বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করছে। এভাবে বালু উত্তোলন হতে থাকলে ভাঙনের ঝুঁকিতে পড়বে চরের আবাদি জমি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্পার ও বসতভিটাসহ বিভিন্ন অবকাঠামো। তাই আমরা স্থায়ী ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।