বগুড়ার ধুনটে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়েন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ধুনট পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, এডভোকেট রেজানুর ইসলাম ঠান্ডু, ময়নুল হাসান মুকুল, এনামুল হক শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি নূরে আলম জুযেল, বিএনপি নেতা আলেক উদ্দিন, শহিদুল ইসলাম, হাসান শহিদ বাদশা, শফিউল ইসলাম, শাহ আলম, নিয়ামুল আলম তালুকদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আল আমিন, যুবদল নেতা আবু মুসা, জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা আলম হাসান ও মিশুক বাবু সম্রাট। এছাড়াও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ২০ জুলাই বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ওই কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।