বগুড়ার ধুনটে প্রকৃত বানাই জাতি ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী সদস্যদের বাদ দিয়ে নামমাত্র আদিবাসীদের মাঝে গরু বরাদ্দ দেওয়ার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ধুনট উপজেলা কর্ণিদাস আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কর্ণিদাস আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি শ্রী নিখিল চন্দ্র বানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন দুথি রাম চন্দ্র বানাই, আলো রানী, ধীরেন্দ্র বানাই, সন্ধ্যা রানী, নীলমনি চন্দ্র বানাই, লক্ষ্মী রানী, পলান চন্দ্র বানাই, অতুল চন্দ্র বানাই, ববিতা রানী, তাপসী রানী মালো, ভোলা চন্দ্র মালো ও দীপালী চন্দ্র মালো প্রমুখ।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন বলেন, বরাদ্দের তুলনায় চাহিদা বেশি থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তারপরও যারা মানববন্ধন করেছে, তাদের একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাকিদের কাগজপত্র ঠিক ছিল না।