১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা

বগুড়ার ধুনট উপজেলায় সুমন তালুকদার (২৬) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শনিবার (৫জুলাই) বিকেল ৫টায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে সুমন তালুকদারের বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। সুমন তালুকদার উপজেলার মথুারপুর ইউনিয়নের হিজুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। সে স্থানীয় সাগাটিয়া বাজারের একজন ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, সুমন তালুকদার দীর্ঘদিন ধরে সাগাটিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ঔষুধ, প্রসাধনি, বিকাশ এজেন্ট ও বিভিন্ন ধরনের পন্য বিক্রি করেন। আর মেয়েটি একই গ্রামের এক কৃষকের মেয়ে এবং হিজুলী-সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টায় মেয়েটি তার বাবার মোবাইল ফোনের বিকাশ একাউন্ট থেকে টাকা বের করে নেওয়ার জন্য সুমনের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে বিকাশের টাকা বের করে দেওয়ার কথা বলে মেয়েটিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টা করে সুমন। তখন মেয়েটি চিৎকার দিয়ে কৌশলে ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ বিষয়ে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, ব্যবসার বাঁকী টাকা চাওয়ায় মেয়েটির বাবা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার আরজিতে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, ওই সময় আমার বাড়িতে পরিবারের লোকজন সবাই উপস্থিত ছিল।  

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার একমাত্র আসমি সুমন তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা

০৭:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় সুমন তালুকদার (২৬) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

শনিবার (৫জুলাই) বিকেল ৫টায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে সুমন তালুকদারের বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। সুমন তালুকদার উপজেলার মথুারপুর ইউনিয়নের হিজুলী গ্রামের নবীর উদ্দিন তালুকদারের ছেলে। সে স্থানীয় সাগাটিয়া বাজারের একজন ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা যায়, সুমন তালুকদার দীর্ঘদিন ধরে সাগাটিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ঔষুধ, প্রসাধনি, বিকাশ এজেন্ট ও বিভিন্ন ধরনের পন্য বিক্রি করেন। আর মেয়েটি একই গ্রামের এক কৃষকের মেয়ে এবং হিজুলী-সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টায় মেয়েটি তার বাবার মোবাইল ফোনের বিকাশ একাউন্ট থেকে টাকা বের করে নেওয়ার জন্য সুমনের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে বিকাশের টাকা বের করে দেওয়ার কথা বলে মেয়েটিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টা করে সুমন। তখন মেয়েটি চিৎকার দিয়ে কৌশলে ওই ঘর থেকে দৌড়ে বের হয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ বিষয়ে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, ব্যবসার বাঁকী টাকা চাওয়ায় মেয়েটির বাবা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার আরজিতে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে, ওই সময় আমার বাড়িতে পরিবারের লোকজন সবাই উপস্থিত ছিল।  

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার একমাত্র আসমি সুমন তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।