০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ বুধবার রাতে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। সশস্ত্র মিছিলকারীরা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

ধুনটে আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

০১:২৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ বুধবার রাতে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। সশস্ত্র মিছিলকারীরা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ ৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।