বগুড়ার ধুনট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় মাটিকোড়া পূর্বপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার সূচনা করা হয়।
নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ইনটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনটের সমন্বিত গ্রামীণ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুনট সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন মাহমুদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন ও ব্যবসায়ী রবিউল ইসলাম রবিন।
১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বগুড়া ভোলাগাড়ী দল ২-০ সেটে মথুরাপুর রয়েলস্টার ক্লাবকে পরাজিত করে।
টুর্নামেন্টটি সুসম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্য মিকদাদ হক সার্বিক দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার 














