বগুড়ার ধুনট উপজেলায় হেলমেট ও মুখোশ পরা দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবরাজ বাধন (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। একই সঙ্গে তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সোমবার রাত ১০টার দিকে ধুনট–সোনামুখী সড়কের পূর্বভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবরাজ বাধন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি এ বছর ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ধুনট শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে প্রিয়াঙ্গন পার্কের সামনে একটি তেলের পাম্প রয়েছে। রাত ১০টার দিকে ওই পাম্পে মোটরসাইকেলে তেল নিতে যান যুবরাজ। সড়ক থেকে পাম্পে ঢোকার সময় পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা হেলমেট ও মুখোশধারী তিন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় চাবি ও ফোন নিয়ে টানাহেঁচড়ার এক পর্যায়ে দুর্বৃত্তরা যুবরাজকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাবুল ইসলাম 








