বগুড়ার ধুনটে আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ধুনট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন।
ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় আন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, অদম্য নারী রওশনারা, নিলুফা ইয়াছমিন ও শিল্পী আক্তার। আলোচনা সভা শেষে ৩ ক্যাটাগরিতে অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সফল জননী রওশন আরা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নিলুফা ইয়াছমিন ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী শিল্পী আক্তার।
স্টাফ রিপোর্টার 








