বগুড়ার ধুনট উপজেলায় ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ইজতেমার উদ্বোধনী আম বয়ান পেশ করেন আরবের মেহমান মাওলানা আদম।
ইজতেমায় নবী-রাসূলের তরিকা, আল্লাহর ইবাদত-বন্দেগীসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ শেষে দেশ-বিদেশের ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। ইতোমধ্যেই হাজারো মুসল্লির আগমনে ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠেছে। মুসল্লিরা কাঁধে-পিঠে মালপত্র নিয়ে নিজ নিজ এলাকায় খিত্তায় অবস্থান নিয়েছেন। ইজতেমা এলাকার আশপাশে শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজারেরও ব্যবস্থা করা হয়েছে।
আয়োজন কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও সৌদি আরব, সুদান ও মাগরিব থেকে আসা মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন।
তিনি আরও জানান, এ ইজতেমার মাধ্যমে টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দ্বীনি দাওয়াতের কাজে অংশ নিতে জামায়াত প্রস্তুত করা হবে। তাবলীগ জামায়াতের মুসুল্লিরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষে বিশ্ব ইজতেমায় শরিক হবেন। আগামী শনিবার সকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধুনটের ইজতেমা শেষ হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ইজতেমা স্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ময়দানের চারপাশে নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ইজতেমাস্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিমও নিয়োজিত রয়েছে।
জহুরুল মল্লিক 








