বগুড়ার ধুনটে পোর্ভাটি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এবং ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) এর যৌথ আয়োজনে পিইপি’র প্রতিষ্ঠাতা প্রায়ত ব্রাদার উইলিয়ামের ৪০তম দিনে পার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১টায় ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) এর মাঠপাড়া কার্যালয়ে এ পার্থনা ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোর্ভাটি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর চেয়ারম্যান ও এনজিও ব্যুরোর সাবেক মহাপরিচাল নুরুন নবী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোর্ভাটি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) এর নির্বাহী পরিচালক এসএম মজিবুর রহমান, গভার্নিং বডির সদস্য আমজাদ হোসেন অপু। স্মরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) এর কোষাধক্ষ্য এ্যাড. শাহজাহান আলী।
স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক ও সুলতান মাহমুদের সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন রাখেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, ধুনট উপজেলা জামায়েতের নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, বিএনপি নেতা মইনুল হাসান মুকুল, মোখফিজুর রহমান বাচ্চু, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী, বেসরকারি সংস্থা জাগরণের পরিচালক মনিরুল ইসলাম, ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্পের উপজেলা মাঠ সমন্বয়কারী দিলিপ কুমার সাহা ও সদস্য মাছুমা আক্তার। উল্লেখ্য, গত ২২ অক্টোবর পিইপি’র প্রতিষ্ঠাতা ব্রাদার উইলিয়াম মৃত্যুবরণ করেন।
স্টাফ রিপোর্টার 








