বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২হাজার ১শত ক্ষুদ্র ও প্রন্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো মৌসুমে উফশী বোরো ও হাইব্রীড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকাল ১১টায় ধুনট উপজেলা কৃষি অফিসক চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রীতিলতা বর্মন।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে¡ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
বাবুল ইসলাম 








