০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ধুনটে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে কলেজের জমি বেদখলের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় বিলচাপড়ী আইডিয়াল কলেজের জমি অবৈধভাবে বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছরোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছরোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিলচাপড়ী আইডিয়াল কলেজের পূর্ব পাশে বাঙালি নদীর তীরে কলেজের নামে ১০৬ শতক জমি রয়েছে, যেখানে কলেজ কর্তৃপক্ষ সাইনবোর্ড স্থাপন করে রেখেছেন। গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রামনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন কয়েকজন লোকসহ কলেজের ওই জমিতে গিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২১ অক্টোবর কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও ধুনট থানায়।

অভিযোগের বিষয়ে ছরোয়ার হোসেন বলেন, রামনগর গ্রামের মানুষ কলেজ প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ জমি দান করেছিলেন, কলেজ কর্তৃপক্ষ তার চেয়ে বেশি জায়গা দখল করে রেখেছেন। আমি শুধু জমি পরিমাপ করে নেওয়ার কথা বলেছি, কোনো ভাঙচুর বা দখলের চেষ্টা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, আমি বর্তমানে প্রশিক্ষণে থাকায় অভিযোগটি এখনো দেখা সম্ভব হয়নি। তবে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে কলেজের জমি বেদখলের অভিযোগ

০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় বিলচাপড়ী আইডিয়াল কলেজের জমি অবৈধভাবে বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছরোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছরোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিলচাপড়ী আইডিয়াল কলেজের পূর্ব পাশে বাঙালি নদীর তীরে কলেজের নামে ১০৬ শতক জমি রয়েছে, যেখানে কলেজ কর্তৃপক্ষ সাইনবোর্ড স্থাপন করে রেখেছেন। গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রামনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও সাবেক ইউপি সদস্য ছরোয়ার হোসেন কয়েকজন লোকসহ কলেজের ওই জমিতে গিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২১ অক্টোবর কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও ধুনট থানায়।

অভিযোগের বিষয়ে ছরোয়ার হোসেন বলেন, রামনগর গ্রামের মানুষ কলেজ প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ জমি দান করেছিলেন, কলেজ কর্তৃপক্ষ তার চেয়ে বেশি জায়গা দখল করে রেখেছেন। আমি শুধু জমি পরিমাপ করে নেওয়ার কথা বলেছি, কোনো ভাঙচুর বা দখলের চেষ্টা করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, আমি বর্তমানে প্রশিক্ষণে থাকায় অভিযোগটি এখনো দেখা সম্ভব হয়নি। তবে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।