শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং সন্তানদের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খোকন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেশমা খাতুন, পারভীন খাতুন, কল্পনা খাতুন এবং অভিভাবক রোখশানা খাতুন, কেয়া খাতুন ও আন্না খাতুন।

সভায় বক্তারা বলেন, মা সমাবেশের মাধ্যমে মায়েদের শিশুদের বিষয়ে সচেতন করে তোলা, শিশুর শিক্ষার ঘাটতিগুলো শনাক্ত করে তা নিরসনে পদক্ষেপ গ্রহণ, পরিবার ও বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পড়াশোনার তদারকি করা এবং শিক্ষার প্রতি তাদের আরও আগ্রহী করে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুণগত মান উন্নয়নের নানা দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।