ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সোমবার রাতে তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম মোহাম্মদ সিরাজের নাম দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আমাকে ফোন করে বলেন ‘আপনি সিনিয়র নেতা, জুনিয়র নেতাদের নিয়ে কাজ শুরু করুন। সবাইকে নিয়ে কাজ করবেন, একই সঙ্গে অন্যদের দিকেও খেয়াল রাখবেন।