বগুড়ার ধুনটে কৃষকের বিরুদ্ধে চারা ধানগাছ কেটে ও উপড়ে ফেলে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাহিনুর ইসলাম ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ইব্রাহীম হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিনুর ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহিনুর ইসলাম দীর্ঘদিন ধরে সাগাটিয়া মৌজার প্রায় ২ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফসল চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে ধান আবাদ করেছেন। এরই ধারাবাহিকতায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাক ও তার লোকজন শাহিনুর ইসলামের ক্ষেতের কাঁচা ধানগাছ কেটে ও উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টা করে।
এসময় শাহিনুর ইসলামের বাবা ইব্রাহীম হোসেন প্রতিপক্ষের লোকজনকে বাধা দিলে তারা ক্ষুব্ধ হয়ে ইব্রাহীম হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়। ক্ষেতের ধানগাছ কেটে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় শাহিনুর ইসলাম বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে আব্দুর রাজ্জাকসহ ওই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাকের মা রেজিয়া বেগম বলেন, “ওই জমির মধ্যে আমাদের অংশ রয়েছে। জমির ওই অংশ ছেড়ে দিতে বললে কোন কাজ হয়নি। এ কারণে আমার ছেলে ও পরিবারের লোকজন ওই জমির ধান কেটে জমি দখলের চেষ্টা করেছে।”
ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা চক্রবর্তী বলেন, অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রোববার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন।