বগুড়ার ধুনটে সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখার আয়োজনে ১৬ জন কৃষকের মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকার প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমএসই ঋণগ্রহীতা গ্রীন ওয়ানের পরিচালক রেজওয়ানুল ইসলাম জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী হিসাবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার দুপুর ১২টায় ধুনট ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়া অফিসের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার এস. এম. আব্দুল লতিফ এবং ধুনট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।

সোনালী ব্যাংক পিএলসি ধুনট শাখা ব্যবস্থাপক এ. এস. এম. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস বগুড়ার সহকারী জেনারেল ম্যানেজার আলেয়া ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি শেরপুর শাখা ব্যবস্থাপক মাহবুবুল আলম, গ্রীন ওয়ানের পরিচালক রেজওয়ানুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কনক লায়লা, কৃষক সাজ্জাদ হোসেন ও আব্দুর রশিদ।