বগুড়ার ধুনটে বেপরোয়া গতীর মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা খাতুন উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামের আশাদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর-ধানঘরা পাকা সড়কের পিরহাটি গ্রামে গ্রামীন ব্যাংকের পাশে একখন্ড জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। শুক্রবার সকার ১০টায় ওই বিবাদমান জমি দখল-পাল্টা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের হট্রগোল দেখার জন্য আয়েশা খাতুন বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হতে ছিল। এসময় মথুরাপুর বাজার থেকে ধানঘরাগামী বেপরোয়া গতীর অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা খাতুন আহত হয়। তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আয়েশা খাতুনের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। ফলে আইনী প্রক্রিয়া শেষে আয়েশা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।