বগুড়ার ধুনট পৌর ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির নবনির্বাচিত উপদেষ্টা ও পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় পৌর এলাকার প্রিয়াঈন পার্ক হলরুমে ধুনট পৌর ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট পৌর ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির পরিচালক ও ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি টিএম নুর আলম লিখন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম এবং ধুনট পৌর ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া।