বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
শপথ পাঠ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা এবং প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।