বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় মঞ্জিল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মঞ্জিল হোসেন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের নুর মোহাম্মদ সেখের ছেলে। তিনি বাঙালি নদীর বথুয়াবাড়ি সেতু এলাকার একজন মনোহারি ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় একটি কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মীসভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলারই এক আসামি হিসেবে মঞ্জিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মঞ্জিল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের মারধরে মঞ্জিল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”