০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

ধুনটে কৃষকের গাছ উপড়ে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের লাগানো বনজ গাছ উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার ক্ষতিগ্রস্থ কৃষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মজির উদ্দিনের ছেলে ফয়জাল হোসেনের বাড়ির সামনে ১০ শতক জমি রয়েছে। ক্রয় সূত্রে তিনি ওই জমির মালিক। কিন্ত ওই জমি বেদখলের জন্য একই গ্রামের তবিবর রহমান ও তার লোকজন চেষ্টা করছে। তারই ধারাবহিকতায় ১ জুলাই তবিবর ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ফয়জাল ও তার স্ত্রী রেখা খাতুনকে পিটিয়ে আহত করে তাবিবর ও তার লোকজন। এ ঘটনায় ওই দিনই তবিবর ও তার লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ফয়জাল হোসেন। থানায় এই অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে ১৯ জুলাই ফয়জালের জমি থেকে সদ্য লাগানো গাছ উপড়ে ফেলে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি করেছে তবিবর ও তার লোকজন। এ ঘটনায় ফয়জাল বাদি হয়ে তরিবর সহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে তবিবর রহমান জানান, ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান আছে। তারপরও ফয়জাল ওই জমিতে গাছ লাগানোর চেষ্টা করলে বাধা দিয়েছি। তাকে মারপিটের অভিযোগ সঠিক না।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগটি সরেজমিন তদন্ত করা হয়েছে। উভয়পক্ষকে জমির কাগজপত্র সহ সোমবার দুপুরে থানা উপস্থিত হতে বলা হয়েছে। তাদের কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগটি নিস্পত্তি করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, স্বামী আসায় পালালো অভিযুক্ত

ধুনটে কৃষকের গাছ উপড়ে ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ

০৮:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের লাগানো বনজ গাছ উপড়ে ফেলে জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার ক্ষতিগ্রস্থ কৃষক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।  

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মজির উদ্দিনের ছেলে ফয়জাল হোসেনের বাড়ির সামনে ১০ শতক জমি রয়েছে। ক্রয় সূত্রে তিনি ওই জমির মালিক। কিন্ত ওই জমি বেদখলের জন্য একই গ্রামের তবিবর রহমান ও তার লোকজন চেষ্টা করছে। তারই ধারাবহিকতায় ১ জুলাই তবিবর ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ফয়জাল ও তার স্ত্রী রেখা খাতুনকে পিটিয়ে আহত করে তাবিবর ও তার লোকজন। এ ঘটনায় ওই দিনই তবিবর ও তার লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ফয়জাল হোসেন। থানায় এই অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে ১৯ জুলাই ফয়জালের জমি থেকে সদ্য লাগানো গাছ উপড়ে ফেলে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি করেছে তবিবর ও তার লোকজন। এ ঘটনায় ফয়জাল বাদি হয়ে তরিবর সহ ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে তবিবর রহমান জানান, ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান আছে। তারপরও ফয়জাল ওই জমিতে গাছ লাগানোর চেষ্টা করলে বাধা দিয়েছি। তাকে মারপিটের অভিযোগ সঠিক না।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগটি সরেজমিন তদন্ত করা হয়েছে। উভয়পক্ষকে জমির কাগজপত্র সহ সোমবার দুপুরে থানা উপস্থিত হতে বলা হয়েছে। তাদের কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগটি নিস্পত্তি করা হবে।