বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির নতুন কমিটিতে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরকে সভাপতি ও সুলতান খানকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির নেতৃবৃন্দের আয়োজনে মথুরাপুর ইউনিয়নের উজালসিংহ গ্রামের পূর্বপাড়ায় নতুন কমিটির শুভ উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কমিটির সভাপতি আব্দুল কাদের। শিক্ষক আল-আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, পল্লীবিদ্যুৎ ধুনট শাখার এজিএম রাশেদুল হাসান মুরাদ, মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আয়হারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূঁইয়া, রুহুল আলীম ও জামায়াত নেতা নজরুল ইসলাম।
নতুন কমিটিতে নজরুল ইসলাম ও আকতার হোসেনকে সহ-সভাপতি, আনোয়ার ভূঁইয়াকে সহ-সাধারণ সম্পাদক, আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, জহুরুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং আরমান আলীকে কোষাধ্যক্ষ করে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়।