০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ধুনটে স্যানিটারি কারখানায় হামলা ও ভাঙচুর, দম্পতি আহত

বগুড়ার ধুনট উপজেলায় একটি স্যানিটারি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও মালিক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের পিড়াপাট গ্রামের শহিদুল ইসলাম ২০০৮ সালে স্থানীয় বিএনপি বাজার এলাকায় সাড়ে ৮ শতক জমি ক্রয় করে সেখানে স্যানিটারি সামগ্রীর একটি কারখানা গড়ে তোলেন। তিনি ও তাঁর স্ত্রী শিউলী খাতুন ওই কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

সম্প্রতি একই গ্রামের শাহাদৎ হোসেন, গেদা মন্ডলসহ তাদের লোকজন জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই গেদা মন্ডল ও তাঁর সহযোগীরা ওই কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে শহিদুল ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাঁদের মারধর করে আহত করে। পরে আহত দম্পতি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শহিদুল ইসলাম ধুনট থানায় শাহাদৎ হোসেন, গেদা মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেন দাবি করেন, “আমরা পৈত্রিক সূত্রে ওই জমির অংশীদার। বারবার বলার পরও শহিদুল আমাদের জমি ছাড়েনি। তাই আমরা নিজের জমি দখলের চেষ্টা করি। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি তদন্তের দায়িত্ব একজন এসআইকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে স্যানিটারি কারখানায় হামলা ও ভাঙচুর, দম্পতি আহত

ধুনটে স্যানিটারি কারখানায় হামলা ও ভাঙচুর, দম্পতি আহত

০৭:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় একটি স্যানিটারি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও মালিক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের পিড়াপাট গ্রামের শহিদুল ইসলাম ২০০৮ সালে স্থানীয় বিএনপি বাজার এলাকায় সাড়ে ৮ শতক জমি ক্রয় করে সেখানে স্যানিটারি সামগ্রীর একটি কারখানা গড়ে তোলেন। তিনি ও তাঁর স্ত্রী শিউলী খাতুন ওই কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

সম্প্রতি একই গ্রামের শাহাদৎ হোসেন, গেদা মন্ডলসহ তাদের লোকজন জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই গেদা মন্ডল ও তাঁর সহযোগীরা ওই কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং জমি দখলের চেষ্টা করে। খবর পেয়ে শহিদুল ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাঁদের মারধর করে আহত করে। পরে আহত দম্পতি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শহিদুল ইসলাম ধুনট থানায় শাহাদৎ হোসেন, গেদা মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদৎ হোসেন দাবি করেন, “আমরা পৈত্রিক সূত্রে ওই জমির অংশীদার। বারবার বলার পরও শহিদুল আমাদের জমি ছাড়েনি। তাই আমরা নিজের জমি দখলের চেষ্টা করি। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি তদন্তের দায়িত্ব একজন এসআইকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”