০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ধুনটে ওয়ার্ড আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে নিমগাছি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে।  এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনটে ওয়ার্ড আ.লীগ নেতা গ্রেফতার

০৫:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে নিমগাছি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে।  এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।  

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।