বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাকিল হোসেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সজীব আহমেদ পিকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি শান্ত মিয়া, রিহাদ হাসান, দপ্তর সম্পাদক সাদমান রিফা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, মুজাহিদ হাসান, দেলোয়ার ও মারুফ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন মনির হোসেন, মেহেদী হাসান, সোহাগ সরকার, অন্তর, রাব্বী, ইমন, ওমর ও চঞ্চলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস জাতির গৌরব, আর শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। ছাত্রদল সবসময় শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে।