ন্যায় ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন, এপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষ্য আলোচনা সভা ও শ্রেষ্ঠ মাঠ কর্মীকে প্রতিষ্ঠানের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ধুনট উপজেলা ইছামতি হলরুমে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

ধুনট উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার গৌরব সাহার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজ হায়দার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম ও পরিবার কল্যাণ সহকারি লতিফা আকতার।