বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়ার ইউনিটের সহযোগিতায় দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়ার ইউনিটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন চাঁন, সদস্য আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
জার্মান রেড ক্রেস এন্টিসিনেটরী একশনের ব্যবস্থাপক ফাইম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাকছুদুর হক বাচ্চু ও বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম।