বগুড়ার ধুনট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ কাসেমী। মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা আব্দুল খালেক মন্ডল।
সর্বসম্মতিক্রমে এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।