০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। তবে চিকিৎসক জানিয়েছেন, হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া থেকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে দীর্ঘক্ষণ আলাপ হয়। পরবর্তীতে তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকাল ১১টার দিকে বন্ধু জাহিদ হাসান সাগর হিরো আলমকে ঘুম থেকে জাগাতে গেলে সাড়া না পেয়ে পাশের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জাহিদ হাসান সাগর জানান, “দীর্ঘদিনের বন্ধু হিরো আলম গতরাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা বলেন। তিনি জানান, যেখানে যান, সেখানেই লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্যই আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনে অসুস্থ অবস্থায় হিরো আলম হাসপাতালে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। তবে তার স্বজনরা তখনই সরিয়ে নিতে চাননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের

০২:২৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বন্ধু। তবে চিকিৎসক জানিয়েছেন, হিরো আলম বর্তমানে শঙ্কামুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া থেকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়া মনিকে নিয়ে দীর্ঘক্ষণ আলাপ হয়। পরবর্তীতে তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকাল ১১টার দিকে বন্ধু জাহিদ হাসান সাগর হিরো আলমকে ঘুম থেকে জাগাতে গেলে সাড়া না পেয়ে পাশের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জাহিদ হাসান সাগর জানান, “দীর্ঘদিনের বন্ধু হিরো আলম গতরাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা বলেন। তিনি জানান, যেখানে যান, সেখানেই লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন। একটু নিরিবিলি সময় কাটানোর জন্যই আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।”

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনে অসুস্থ অবস্থায় হিরো আলম হাসপাতালে আসেন। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। তবে তার স্বজনরা তখনই সরিয়ে নিতে চাননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”