বগুড়ার ধুনট উপজেলা আদিবাসি পরিষদের আয়োজে সাংগঠনি বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কর্ণি দাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আদিবাসী পরিষদের সহ-সভাপতি নিখিল চন্দ্র কর্ণিদাস।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আদিবাসী নেতা হারাধন রায় বাগদি, সাধন চন্দ্র মাহাতো কানাই চন্দ্র চোহান, কোমল চন্দ্র সিং, দলিত হারিজন, বাবলু রুই দাস, নিমলা তরনি দাস, সুচরণ তরুনি দাস, ভিম হাওলাদার ও শিপ্লী রানী কর্ণিদাস।