বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে রাতের আঁধারে এক কৃষি উদ্যোক্তার লাউ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। হাফিজুর রহমান বিদ্যুৎ (৪০) নামে ওই উদ্যোক্তার প্রায় ২৫ শতক জমিতে চাষ করা ২২৩টি লাউ গাছ কেটে ফেলে দেয় তারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হাফিজুর রহমান ক্ষেতের লাউ গাছ পরিচর্যা করতে গিয়ে ক্ষতির বিষয়টি দেখতে পান। ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে।
হাফিজুর রহমান বিশ্বহরিগাছা গ্রামের সুজাবত আলীর ছেলে। তিনি জানান, দুই মাস আগে ২৫ শতক জমিতে হাইব্রিড জাতের লাউয়ের চারা রোপণ করেন। অনেক টাকা ব্যয় করে মাচা তৈরি করেছিলেন, গাছগুলোতে ইতোমধ্যেই লাউ ধরতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যেই বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, “চাষে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করেছি। আশা ছিল লাউ বিক্রি করে আড়াই লক্ষাধিক টাকা আয় হবে। এখন সব গাছ কেটে দেওয়ায় আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাই বুঝতে পারছি না কে বা কারা এ কাজ করেছে।”
স্থানীয়রা জানান, একজন কৃষক ফসল ফলাতে অনেক পরিশ্রম করেন। এভাবে ফসল কেটে দেওয়া শুধু কৃষকের আর্থিক ক্ষতিই নয়, তাদের মানসিকভাবে ভেঙে দেয় এবং উৎপাদনে অনুৎসাহিত করে। তাই এমন ঘটনার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফসলের ক্ষেত রক্ষায় সামাজিক সচেতনতা ও পাহারার ব্যবস্থাও জরুরি।”