বগুড়ার ধুনট থানা চত্বরে পুলিশের গাড়িতে ওঠার সময় উচ্চ স্বরে “জয় বাংলা” স্লোগান দেন নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা ছামিদুল ইসলাম (৫২)। তার এই স্লোগানে মুহূর্তের মধ্যে থানা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুত তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ছামিদুল ইসলাম উপজেলার বহালগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে ও চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। এর আগে, গতকাল সোমবার দুপুরের পর তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং মারধর করে বিএনপি নেতাকর্মীদের আহত করা হয়। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করেন।
এই ঘটনায় ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার অন্যতম আসামি ছামিদুল ইসলাম।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, জেলা কারাগারে নেওয়ার সময় এক আসামি গাড়িতে ওঠার মুহূর্তে উচ্চস্বরে জয় বাংলা স্লোগান দেয়, যা পরিবেশ নষ্টের চেষ্টা হিসেবে দেখা হয়। সঙ্গে সঙ্গে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।