০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে আহত

বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও তাঁর ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহীম হোসেন (৭০) এবং তাঁর ছেলে জাহিদ হাসান ইলিয়াস (৪১)। তারা উভয়ই সাগাটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেনের সঙ্গে তাঁর প্রতিবেশী জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১১টার দিকে আব্দুর রাজ্জাক ও তার লোকজন সাগাটিয়া কবরস্থানের পাশে ইব্রাহীম হোসেনের জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে আব্দুর রাজ্জাক ধারালো অস্ত্র (ছোরা) দিয়ে ইব্রাহীম হোসেনকে কুপিয়ে আহত করে।

সংবাদ পেয়ে বাবাকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান জাহিদ হাসান ইলিয়াস। এ সময় তাকেও কুপিয়ে আহত করা হয়। বাবা-ছেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আব্দুর রাজ্জাক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনায় জাহিদ হাসান ইলিয়াস বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুমছুমা খাতুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত একটি অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে আহত

১০:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক ও তাঁর ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহীম হোসেন (৭০) এবং তাঁর ছেলে জাহিদ হাসান ইলিয়াস (৪১)। তারা উভয়ই সাগাটিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহীম হোসেনের সঙ্গে তাঁর প্রতিবেশী জয়নাল আবেদীনের ছেলে আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১১টার দিকে আব্দুর রাজ্জাক ও তার লোকজন সাগাটিয়া কবরস্থানের পাশে ইব্রাহীম হোসেনের জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে আব্দুর রাজ্জাক ধারালো অস্ত্র (ছোরা) দিয়ে ইব্রাহীম হোসেনকে কুপিয়ে আহত করে।

সংবাদ পেয়ে বাবাকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান জাহিদ হাসান ইলিয়াস। এ সময় তাকেও কুপিয়ে আহত করা হয়। বাবা-ছেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আব্দুর রাজ্জাক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন।

এ ঘটনায় জাহিদ হাসান ইলিয়াস বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুমছুমা খাতুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত একটি অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।