বগুড়ার ধুনট উপজেলায় পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি) নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হতদরিদ্র আদিবাসী ১২১টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সোমবার দুপুর ১২টায় উপজেলার মাঠপাড়া এলাকায় ডিআইডিপি সংস্থার কার্যালয়ে এ শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সহায়তার অংশ হিসেবে আদিবাসী ১টি পরিবারকে গরু, ৮টি পরিবারকে ছাগল, ৩০টি পরিবারকে খাদ্য সহায়তা, ৪টি পরিবারকে ঘর মেরামতের অর্থ, ২টি পরিবারকে নলকূপ, ৭টি পরিবারকে ল্যাট্রিন, ১টি পরিবারকে দোকান স্থাপনের অর্থ, ৪ জনকে চিকিৎসা সহায়তা, ১ জনকে শিক্ষা সহায়তা এবং ৬১টি পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম (পিইপি)-এর প্রকল্প ব্যবস্থাপক আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হক। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য হারুনর রশিদ, পিইপি’র পরিচালনা পরিষদের সদস্য গোলেনুর খাতুন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার এবং মাঠ সমন্বয়কারী শাহ আলম।
জহুরুল মল্লিক 










