বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) দুপুর ১২টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত দোয়া মাহফিলটি পরিচালনা করেন রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক আবু সুফিয়ান।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বিপ্লব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফুল খাতুন ও সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান, রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারিক ও রজিবুল হক, ছাত্রদল নেতা রবিউল ইসলাম রতন এবং আব্দুল্লাহ আল মামুন।
বাবুল ইসলাম 










