বগুড়ার ধুনট উপজেলা মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ধুনট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আরিফুল্লাহ।
বুধবার বাদ আসর ধুনট বাজারের বকুলতলা এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলম এবং সিনিয়র সহসভাপতি হারুনর রশিদ হারুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল মান্নান, অর্থ বিষয় সম্পাদক ইব্রাহীম হোসেন, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশাহ আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন, চিকাশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি রুবেল সরকার, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ছানোয়ার হোসেন।
বাবুল ইসলাম 










