বগুড়ার ধুনট পৌর ইজি বাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খাদেলা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর ধুনট মডেল মসজিদ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধুনট মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলান আব্দুল বাছেদ।
ছিলেন ধুনট পৌর ইজি বাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের পরিচালক টি,এম নুর আলম লিখন, আশিক খাঁন, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।
বাবুল ইসলাম 










