০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রোববার (আজ) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শনিবার রাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির পরিচালকেরা অনলাইনে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে অধিকাংশ পরিচালক তখনই কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরে সরকারের মনোভাব জানার পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন,

‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শেষ পর্যন্ত আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

০৮:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। রোববার (আজ) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শনিবার রাতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির পরিচালকেরা অনলাইনে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে অধিকাংশ পরিচালক তখনই কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরে সরকারের মনোভাব জানার পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন,

‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শেষ পর্যন্ত আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এরই মধ্যে বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।