বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থেকে গাঁজা বিক্রয়কালে নাহিদুল ইসলাম (২৫) নামে ভ্রাম্যমান এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম জব্দ করা হয়।
বুধবার বিকেল ৩টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। নাহিদুল ইসলাম উপজেলার নিমগাছি ইউনিয়নের পূর্ব নান্দিয়ারপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে। এরআগে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার জয়শিং গ্রামের ফাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে রাস্তায় দাড়িয়ে গাঁজা বিক্রকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজা সহ নাহিদুলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
জহুরুল মল্লিক 


















