বগুড়ার ধুনট পৌর বিএনপি’র আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোবিবার বিকেল ৫টায় ধুনট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপি’র সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন।
বিএনপি নেতা শাহাদত হোসেন মিলুর সঞ্চালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, শামছুদ্দির মল্লিক দুলাল, শাহ আলম বেলাল হোসেন, আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন দোলা, হেলাল হোসেন, আয়নাল হক, আব্দুল মোত্তালিব, আপাল শেখ, জামাল উদ্দিন, আব্দুল বারিক, আব্দুল হাকিম, কুশ কুমার সাহা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, ফারুক রেজা, সেলিম রেজা, শ্রমিকদল নেতা আসাদুল ইসলাম, স্বপন মিয়া, ছাত্রদল নেতা সোহাগ খান, রাসেল মাহমুদ, পিয়াস হাসান, তুহিন শেখ, হুমায়ুন কবির ও মেহেদী হাসান।
বাবুল ইসলাম 


















