বগুড়ার ধুনট পৌর এলাকায় এডিপির অর্থায়নে ২১ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে ৫৩২ মিটার দীর্ঘ তিনটি রাস্তার পিচঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট পৌর এলাকার চরধুনট আব্দুল মফিজের বাড়ি থেকে দাবু প্রামাণিকের বাড়ি পর্যন্ত ২০০ মিটার রাস্তার পিচঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক খায়রুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার প্রকৌশলী সাজিদি হক, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান টুকু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, ঠিকাদার আব্দুল হালিম ও মোশারফ হোসেন।
উল্লেখ্য, তিনটি রাস্তা হলো মালোপাড়া আটসিসি সড়ক থেকে ধুনট কেন্দ্রীয় মন্দির পর্যন্ত ২৫৫ মিটার,থানা সড়ক থেকে গণকবর পর্যন্ত ৭৭ মিটার, এবংচরধুনট আব্দুল মফিজের বাড়ি থেকে দাবু প্রামাণিকের বাড়ি পর্যন্ত ২০০ মিটার।