বগুড়ার ধুনটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও ৩০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি, চারা গাছ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বেসরকারি সংগঠন স্বপ্নসেবার আয়োজনে ধুনট উপজেলা ইছামতি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দ্ল্লুাহ আল কাফী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন, স্বপ্নসেবা সংগঠনের সদস্য গোলাম রব্বানী ও প্রতিবন্ধী মাহমুদা খাতুন।