“আমি কন্যা শিশু স্বপ্নেগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্য বিষষকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালযের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ধুনট উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সমাম সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক আল আমিন, শিক্ষার্থী রাফিয়া তাবাচ্ছুম ও আল লাবিবা।