বগুড়ার ধুনটে টানা ভারি বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিকভাবে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনে শহড়াবাড়ি ঘাটের ব্যবসা প্রতিষ্ঠানসহ সমতল ভূমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা পাড়ের মানুষ।
বুধবার বিকেল ৫টার দিকে সরেজমিনে যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। এ সময় তিনি ভাঙনকবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম এবং ছাত্রদল নেতা আশিকুল কবির স্বরণ।