১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে করতোয়ায় প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন— প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মান্নাউল আলম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক মামুনুর রশিদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন সভাপতি রায়হান কবির, গোসাইবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সংবর্ধিত সাংবাদিক রফিকুল আলম, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও সদস্য বাবুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রফিকুল আলমকে সাহসী, নিরপেক্ষ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রফিক একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক, যিনি দেশ ও মানুষের কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রতিবেদন দেশের গণমাধ্যম জগতে শক্তিশালী প্রভাব ফেলেছে।

অনুষ্ঠান শেষে রফিকুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল ও নির্ভীকভাবে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, দৈনিক করতোয়ায় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের মিলনমেলায় তাকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

০২:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে করতোয়ায় প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন— প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মান্নাউল আলম, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য সম্পাদক মামুনুর রশিদ, ভান্ডারবাড়ি ইউনিয়ন সভাপতি রায়হান কবির, গোসাইবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সংবর্ধিত সাংবাদিক রফিকুল আলম, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম ও সদস্য বাবুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রফিকুল আলমকে সাহসী, নিরপেক্ষ ও অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, রফিক একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক, যিনি দেশ ও মানুষের কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। তার প্রতিবেদন দেশের গণমাধ্যম জগতে শক্তিশালী প্রভাব ফেলেছে।

অনুষ্ঠান শেষে রফিকুল আলম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল ও নির্ভীকভাবে সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, দৈনিক করতোয়ায় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের মিলনমেলায় তাকে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির সম্মাননা স্মারক প্রদান করা হয়।